ফুটবল বিশ্বকাপ পেলেই পুরো পৃথিবীতে মনে হয় উৎসব চলছে এমন লাগে। চারিদিকে হৈ হৈ শুরু হয়ে যায়। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। প্রতিটা অলিতে গলিতে দেখা যায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা। অনেকেই বড় বড় পতাকা তৈরি করে বিশ্ব রেকর্ডও করে। কেউ আবার পতাকা তৈরীর অর্থ যোগাতে জমি জমা সম্পদ ও বিক্রি করে। এ কারণেই হয়তো ফুটবল বিশ্বকাপকে গ্রেট শো অন আর্থ বলা হয়।
![]() |
আর্জেন্টিনা পতাকা |
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হচ্ছে। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের জন্য কাতার দীর্ঘ কয়েক বছর ধরে প্রস্তুতি নিয়ে আসছে। ফুটবল বিশ্বকাপের জন্য কাতার সরকারকে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়েছে। যেহেতু বিভিন্ন দেশের লক্ষ লক্ষ সমর্থক ২০২২ ফুটবল বিশ্বকাপ খেলা দেখার জন্য কাতারে আসবে তাই তাই এই চাপ সামলানোর জন্য সকল পরিকল্পনা কাতার সরকার আগে থেকেই করে রেখেছে।
![]() |
আর্জেন্টিনা পতাকা |
ফিফা বিশ্বকাপ ২০২২ এর কয়েকটি শক্তিশালী দলের মধ্যে অন্যতম হলো আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম। এবার স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছে কাতার। তাই কাতারের দলটির ওপর ও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। এবারের বিশ্বকাপ খেলায় নিজেদের প্রতিভা দেখাবেন। মেসি, লুকা মদ্রিস, রোনালদো, দানি আলভেজ, থিয়াগো সিলভা, থমাস মুলার এর মত অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি রয়েছেন তরুণ কিছু খেলোয়াড়।
![]() |
আর্জেন্টিনা পতাকা |
এবারের বিশ্বকাপে ফুটবল বিশ্লেষকরা এবছর সবচেয়ে বেশি চোখ রাখবেন আর্জেন্টিনা দলটির উপর। এই দলটির উপর করা নজর রাখার প্রধান কারণ হলো এ দলটি গত দুই বছরে একটিও ম্যাচ হারেনি। এই দুই বছরে আর্জেন্টিনা দলের অন্যতম সাফল্য হলো কোপা ও ফাইনালিসীমা জেতা। আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা বিশ্বাস করেন এ বছর বিশ্বকাপ জিতে খেলোয়াড়রা তাদের ধারাবাহিকতা বজায় রাখবেন।
![]() |
আর্জেন্টিনা পতাকা |
আপনারা অনেকেই হয়তো আনহেল ডিমারিয়া কে চেনেন। এবং তার খেলার সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা আছে। আনহেল ডিমারিয়া যেকোনো পরিস্থিতিতে ডিবক্সের বাইরে থেকে শক্তিশালী শর্ট নিয়ে গোল ব্যবধান বাড়িয়ে দেন। লিওনেল মেসিকে যথেষ্ট বল সাপ্লাই দেয়ার মত খেলোয়াড় আর্জেন্টিনা দলে আছে। বিশ্লেষকরা ধারণা করছেন গত বছরের চেয়ে এ বছর আর্জেন্টিনা দলটি বেশি শক্তিশালী।
![]() |
আর্জেন্টিনা পতাকা লিওনেল মেসি |