চালাকি-করে-কথা-বলার-উপায়

ইন্টারভিউতে ইংরেজিতে নিজের সম্পর্কে বলা

National

চাকরির ইন্টারভিউতে অথবা বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হলো, নিজের সম্পর্কে ইংরেজিতে দশটি বাক্য বলা। আপনি যতটা স্মার্টলি এবং সুন্দরভাবে নিজের সম্পর্কে ইংরেজিতে বলতে পারবেন। আপনার চাকরি পাবার নিশ্চয়তা তত বেশি বৃদ্ধি পাবে।

আমরা নিজের সম্পর্কে অনেক কিছুই জানি। আমাদের সম্পর্কে আমরা ছাড়া আমাদের চেয়ে ভালো আর কেউ জানেনা। কিন্তু, আমাদের নিজের সম্পর্কে আমাদেরকে যখন কিছু বলতে বলা হয়। তখন, অনেক সময় আমরা বলতে পারি না। কেউ যখন আপনার সম্পর্কে জানবে, তখন তাঁর আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে যাবে। আপনি মানুষ হিসেবে কেমন, আপনার পছন্দ অপছন্দ কি? এগুলো সম্পর্কে জানতে পারবে।

কিভাবে নিজের সম্পর্কে চাকরির ইন্টারভিউতে ১০ টি ইংরেজি বাক্য বলা যায়? তা আজ আমরা জানবো। ক্ষেত্র বিশেষে কিছু কিছু বাক্য আলাদা হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এক রকম হবে। নিচে নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে দেয়া হলো।

নিজের সম্পর্কে ইংরেজিতে ১০ টি বাক্য

(১) My name is Abdullah. = আমার নাম আব্দুল্লাহ। (২) I am from Dhanmondi.= আমি ধানমন্ডি থেকে এসেছি। (৩) I live in Dhaka. = আমি ঢাকায় বাস করি। (৪) I was born at Dinajpur. = আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছি। (৫) I like to read book. = আমি বই পড়তে পছন্দ করি। (৬) There are 5 members in my Family. = আমাদের পরিবারে পাঁচ জন সদস্য। (৭) I am the elder son of my family. = আমি পরিবারের বড় ছেলে। (৮) A present I am a teacher. = বর্তমানে আমি একজন শিক্ষক। (৯) My hobby is gardening. = আমার শখ বাগান করা। (১০) I have completed graduation and post graduation from National University. = আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছি।

উপরের বাক্যগুলো খুবই সাধারণ। একজন মানুষ যখন নিজের সম্পর্কে ইংরেজিতে বলে তখন সাধারণত এই বাক্যগুলি বলে থাকে। তবে, তবে কোনো কোনো ক্ষেত্রে এই বাক্যগুলো পরিবর্তন হতে পারে। কারণ, সব মানুষ কখনই এক রকম হয় না। প্রত্যেক মানুষই আলাদা আলাদা হয়ে থাকে। তাই, তাদের ব্যক্তিত্ব আলাদা হয়ে থাকে। আর যেহেতু নিজের সম্পর্কে বলার মাধ্যমে। আর নিজের সম্পর্কে বলার মাধ্যমে যেহেতু নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে। তাই, বাক্য বলার ধরনও প্রত্যেক মানুষের ভিন্ন হয়ে থাকে।

উপরের বলা বাক্যগুলো নিজের সম্পর্কে বলা সাধারণ কিছু বাক্য। আমরা যখন অন্যের কাছে নিজের পরিচয় দিতে যাই। তখন, আমরা নিজের সম্পর্কে কিছু না কিছু বলি। আমাদের নিজের সম্পর্কে বলা বাক্যগুলোর দ্বারা সামনের মানুষটি প্রভাবিত হয়। এবং তার মধ্যে বিশ্বাস ও ভরসার জন্ম হয়ে থাকে।

তবে, যখন কোন চাকরির ইন্টারভিউ দেয়ার সময় নিজের সম্পর্কে বলতে হয়। তখন সেই বাক্যগুলোকে খুব সতর্কতার সাথে বলতে হবে। কাউকে নিজের সম্পর্কে বলার সময় খুব বেশি কথা বলা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সামনের মানুষটি কোনভাবেই বিরক্ত না হয়।