এই সময়ে চোখ ওঠার মৌসুম চলছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। বাসায় একজন মাত্র আক্রান্ত হলেই পরিবারের সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে। এটি একটি সংক্রমণ হলেও। বর্তমানে এটি প্রায় মহামারীর পর্যায়ে পৌঁছেছে। এই রোগের নাম হল কনজাংটিভাইটিস। সাধারণ ভাষায় যাকে “চোখ ওঠা” বলা হয়ে থাকে। এটি একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির চশমা, বালিশ, রুমাল, তোয়ালে, এবং টিস্যু পেপার কোন সুস্থ ব্যক্তি ব্যবহার করলে তিনিও আক্রান্ত হতে পারে। বিশেষ করে অসুস্থ ব্যক্তির চোখের পানি কোন সুস্থ ব্যক্তির চোখে লাগলে তারও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
চোখ ওঠার লক্ষণ ও ঘরোয়া প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ আই হস্পিতাল এর চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ইশতিয়াক আনোয়ার।
চোখ ওঠার লক্ষণ কি?
চোখ উঠলে সাধারণত চোখের সাদা অংশ বা কনজাংটিভা লাল টকটকে লাল দেখায়। প্রথমে এক চোখ আক্রান্ত হয়ে থাকে এরপরে অন্য চোখে ও ছড়িয়ে পড়ে। চোখের চুলকানি, খসখসে ভাব, জ্বালাপোড়া বা চোখের ভেতর কিছু আছে এমন অনুভূতি হয়। চোখ থেকে বারবার পানি পড়ে। চোখের পাতায় পুঁজ জমে ও চোখের পাপড়িতে আঠার মতো লেগে থাকে। চোখ উঠলে সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর চোখের পাতা খুলতেই কষ্ট হয়। চোখের পাতা লাল হয়ে চোখ বন্ধ হওয়ার উপক্রম হয় এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসে।
চোখ উঠলে ঘরোয়া চিকিৎসা।
একটি পরিষ্কার নরম সুতি কাপড় গরম পানিতে ডুবিয়ে চিপে নিয়ে আলতো করে সেই কাপড় দিয়ে চোখের পাতা ও পাপড়ি পরিষ্কার করতে হবে। দিনে পাঁচ থেকে সাত বার এটি করা যেতে পারে। দুটি চোখের জন্য আলাদা আলাদা কাপড় এবং আলাদা আলাদা পানির পাত্র ব্যবহার করতে হবে। এভাবে গরম সেঁক দেয়ার কয়েক মিনিট পর বরফ বা ঠাণ্ডা পানিতে কাপড় ডুবিয়ে ঠাণ্ডা সেঁক দেওয়া যেতে পারে। চোখের উপর চাপ পড়তে পারে এমন কাজ এই সময় করা যাবে না। যেমন মোবাইলে বা কম্পিউটারে থাকা ছোট ছোট লেখা এই সময় বেশিক্ষণ সময় নিয়ে পড়া যাবেনা।
চোখ উঠলে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন।
চোখ ওঠা রোগ সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে, চোখ ওঠা রোগ দুই সপ্তাহের অধিক সময় ধরে চলতে থাকলে এবং নিচের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
*চোখে বারবার ময়লা জমলে। *চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেলে, চোখ ওঠা রোগ দুই সপ্তাহের অধিক সময় ধরে চলতে থাকলে। *২৮ দিনের কম বয়সী শিশুর চোখ লাল হয়ে গেলে। *আলোর দিকে তাকালে চোখে ব্যথা হলে। এটিকে ফটোফোবিয়া বলে। *বৃষ্টিতে কোন ধরনের পরিবর্তন এলে যেমন কাঁপা কাঁপা রেখা বা বিদ্যুৎ চমকানোর মতো ঝলকানি দেখলে।
আরও পড়ুনঃ এই শীতে ত্বকের যত্ন নিবেন যেভাবে