৩টি ব্যবসা – নতুন ব্যবসার আইডিয়া ২০২২

National

আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব লাভজনক ৩টি ব্যবসার আইডিয়া। এই নতুন ব্যবসার আইডিয়াগুলো গ্রাম এবং শহরে বসবাস করা উভয় মানুষদের জন্য। যারা ভাবছেন, একজন উদ্যোক্তা হবেন। উদ্যোক্তা হয়ে নিজের দেশ, এবং বিশ্বকে তাক লাগিয়ে দিবেন। তাদের জন্য আজকের এই ব্যবসার আইডিয়াগুলো। তাই যারা নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে, নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন। তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

১. তেল এবং মধুর ব্যবসা

বর্তমানে বাংলাদেশে অনেক চাহিদা সম্পন্ন ব্যবসা তেল এবং মধুর ব্যবসা। আপনি গ্রামে বা শহর বসে এই ব্যবসা খুব সহজে করতে পারেন। আমাদের দৈনন্দিন জীবনে তেল লাগেনা, এমন দিন খুঁজে পাওয়াই মুশকিল। এই ব্যবসাটি ভালোভাবে করতে হলে, আপনাকে একটি সরিষার তেল ভাঙ্গার মেশিন সেট করতে হবে। এই মেশিনগুলো ৫০ হাজার টাকা থেকে শুরু করে, ৯০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। অথবা, গরু ছাড়া ডিজিটাল তেল ভাঙ্গার ঘানি মেশিনও সেট করতে পারেন। এখানে দুই ধরনের ব্যবসা হতে পারে। ১. যারা সরিষা ভাঙবে তারা আপনার কাছে শৈশব ভাঙ্গে নিতে পারে। এর মাধ্যমেও আপনি আপনার পারিশ্রমিক পাবেন। এটা একটা প্রফিট। ২. অর্গানিক তেল বিক্রি। অনলাইনে প্রচারণা চালিয়ে অথবা লোকালি আপনারা তেল বিক্রি করতে পারেন। গ্রামের মধ্য থেকে চাষীদের কাছ থেকে সরিষা সংগ্রহ করে এবং সেগুলোকে ভাঙ্গিয়ে খাঁটি সরিষার তেল, অফলাইনে অথবা অনলাইনে বিক্রি করতে পারেন। এবং সেই সাথে বিএসটিআই এর অনুমোদন নিয়ে আপনার এই ব্যবসাকে আপনি আপনার স্বপ্ন থেকেও বড় করতে পারেন।

২. দেশি মুরগি পালনের ব্যবসা।

বর্তমানে দেশি মুরগির অনেক চাহিদা রয়েছে। এবং দেশি মুরগির রোগ বালাই খুব কম হয়ে থাকে। খুব সহজেই আপনি দেশীয় খাবার খাওয়ানোর মাধ্যমে এই মুরগিগুলো পালন করতে পারবেন। দেশি মুরগির চাহিদা বাজারে অনেক বেশি। তাই এই ব্যবসা শুরু করলে আপনার সফল হওয়ার ১০০% সম্ভমনা রয়েছে। আর এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন হয় না। বর্তমানে প্রযুক্তির কল্যাণে গুগলে এবং ইউটিউবে আমরা সার্চ করা মাত্রই আমাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকি। এগুলোর মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করা যেতেই পারে। তবে অনলাইন থেকে আইডিয়া নিয়েই আপনার ব্যবসা শুরু করা উচিত নয়, প্রথমত আপনি আপনার মনের সাথে বুঝুন, এবং বাসায় আপনার গার্ডিয়ানের সাথেও বিষয়টি শেয়ার করবেন। সবার কাছে থেকে পজেটিভ পরামর্শ পেলে, এরপর আপনি আপনার ব্যবসা শুরু করুন। এই ব্যবসা শুরু করার জন্য আপনার 20/30 ফিটের একটি সেটের প্রয়োজন হবে।

৩. সিমেন্টের ইট তৈরির ব্যবসা

বর্তমানে সিমেন্টের ইটের চাহিদা বাজারে অনেক বেশি থাকায়, দেশীয় অনেক কোম্পানি সিমেন্টের ইট তৈরি করার নতুন নতুন মেশিন আবিষ্কার করছে, এই ইট তৈরি করা হয়, বালি, সিমেন্ট এবং পাথরের গুঁড়া দিয়ে। এই ব্যবসা শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি মেশিন ক্রয় করতে হবে। এই মেশিনটির নাম হলোঃ সলিড ব্রিক মেশিন। এই মেশিনটির মূল্য ১ লক্ষ টাকার মত। যদিও, এই মেশিনের বিভিন্ন মডেল পাওয়া যায়। এবং মডেল অনুযায়ী দাম হয়ে থাকে। এই মেশিনের মাধ্যমে প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ ইট তৈরি করা যায়। এই মেশিন চালানোর জন্য মাত্র ২ জন ওয়ার্কের প্রয়োজন হবে। “ডিবিএম লিমিটেড” নামে একটি প্রতিষ্ঠান এই মেশিনগুলো তৈরি করছে। যারা উপরের ৩টি ব্যবসার মধ্যে এই ব্যবসাটি বেছে নিবেন। তারা মেশিন ক্রয় করতে ডিবিএম লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।