ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক বাক্য। তবে, এমন বাক্য আপনার শেখা উচিত যেগুলো আপনার প্রতিদিনের জীবনে কাজে লাগবে। মানে ইংরেজি বলার সময় কাজে লাগবে এমন বাক্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ইংরেজি বাক্য। যা আপনাকে ইংলিশ কনভারসেশন করার সময় সাহায্য করবে। আর এগুলো শেখা অত্যন্ত জরুরী। না হলে আপনি ইংরেজি বলতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ইংরেজিতে প্রশ্ন করার সময় সব থেকে বেশি পরিমাণে Do এবং Does কে ব্যবহার করা হয়।
তবে আপনাকে এটা মনে রাখতে হবে যে, এটা শুধুমাত্র Simple present tense. এ ব্যবহার করা হয়। যেমন You speak English. তুমি ইংরেজিতে কথা বলো। Do you speak English? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? এখানে আমরা এটাই শিখলাম যে Affirmative sentence কে Interrogative sentence করতে শুধুমাত্র Do কে আগে বসানো হয়েছে। যখন আমরা Do কে ব্যবহার করব তখন আমাদের মনে রাখতে হবে যে বাক্যে সাবজেক্ট হবে। I, You, We, They. এবার চলুন প্রতিদিনের জীবনে কাজে লাগবে এমন কিছু বাক্য শেখা যাক।
তুমি কি ধূমপান কর? Do you smoke?
আপনি কি অনুসরণ করেন? Do you follow?
তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? Do you hear me?
তুমি কি আমাদের চেনো? Do you know us?
তুমি কি আমাকে ভালোবাসো? Do you love me?
কেন জিজ্ঞাসা করছো? Why do you ask?
তুমি মিথ্যা বলো কেন? Why do you lie?
তুমি কি তাকে চেনো? do you know her?
আমি আমার সাধ্যমত চেষ্টা করব। I’ll do my best.
তোমার যা পছন্দ তা করো। Do fart you like.
তুমি কি তুষার পছন্দ কর? Do you like snow?
তোমার কি আছে? What do you have?
তোমার কি দরকার? What do you need?
তুমি কি চাও? What do you want?
এটি নিজেই কর। Do it by yourself.
তোমার কি গাড়ি আছে? Do you have a car?
তুমি কি টাকা চাও। D you want money?
আমি জানি কি করতে হবে। I know what to do.
আমি এটা করব। I will do it.
সে তোমাকে যা বলে তেমন কর। Do as he tells you.
আমাকে কি করতে হবে বলো। Tell me what to do.
তোমার কি জ্বর আছে? Do you have a fever?
তুমি কি রান্না করতে পছন্দ কর? Do you like cooking.
আমাদের অনেক কিছু করার আছে। We have a lot to do.
দয়া করে আবার এটি কর। Please do that again.
তুমি কি জানো তিনি কে? Do you know who he is?
আমি কি এখনই এটি করতে পারি? May I do it right now?
তোমার কি কোন প্রশ্ন আছে? Do you have a question?
তুমি কি কারণটা জানো? Do you know the reason.
সময় পেলে এটি কর। Do it when you have time.
তুমি কি জানো সে কি বলেছিল? Do you know what is said?
জানো সে কোথায় আছে? Do you know where she is?
তুমি কি আমার একটি উপকার করবে? Would you do me a favor?
আমি এটা কখনো করবো না। I will never do it again.
তুমি কি মনে কর এটি আমার দোষ? Do you think it’s my fault?
আমার অনেক কাজ করার আছে। I have a lot of work to do.
তুমি কি করতে চাচ্ছ? What are you trying to do?
আপনারা কি ক্রেডিট কার্ড নেন? Do you accept credit cards?
তুমি রবিবার কি করো? What do you do on Sundays?
তুমি কখন ঘুমাতে যাও? What time do you go to bed?
শুক্রবার তুমি কি করবে? What will you do on Friday?
তুমি সাধারণত কখন ঘুম থেকে ওঠো? When do you usually get up?
আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? How long do I have to wait?
সে এই কাজটি একা করতে পারে। He can do this work alone.
Does
সে ইংরেজি বলে। She speaks English.
সে কি ইংরেজি বলতে পারে? Does she speak English?
যখন বাক্যে কর্তা বা সাবজেক্ট হিসেবে He, She, It ইত্যাদি থাকবে। তখন আমরা Does ব্যবহার করে থাকি Simple present tense এ। আমরা কি করলাম? শুধুমাত্র Does কে সামনে বসালাম ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। এখানে এটাও মনে রাখতে হবে। He, She, It এরা হলো Third person singular number.
যখন আমরা Affirmative sentence তৈরি করব। তখন মেন ভার্ব এর সাথে s, es, বা is যোগ করতে হয়। কিন্তু যখন ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। তখন ভার্বের সাথে s বা es থাকলো না। কারণ, আমরা Does ব্যবহার করেছি।
সে কি এখানে থাকে? Does he live here?
সে কি তোমাকে চেনে? Does she know you?
এর মানে কি? What does it mean?
এটি কখন শুরু হয়? When does it begin?
সে কি ইংরেজি বলে? Does he speak English?
সে কিভাবে ইস্কুলে যায়? How does he go to school?
তোমার বাবা কি করেন? What does your father do?
আজ আমি আপনাদের Do এবং Does ব্যবহার করে কিছু বাক্য শেখানোর চেষ্টা করলাম। এবং আমি শিওর যে এই বাক্যগুলো আপনাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। এই বাক্য গুলো ভালো করে শিখে রাখুন। কারণ, এই বাক্যগুলো জানা থাকলে আপনি নিজে থেকেই অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবেন। আর বাক্য বানাতে পারলে, অনেক সহজে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন।