ফ্রিল্যান্সিং কী? কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো

National

আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি । অনেকেই প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো? এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জন করবো? আজকের এই আর্টিকেলের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ । তাই যারা ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন ।

ফ্রিল্যান্সিং কী? What’s freelancing in bengali?

ফ্রিল্যান্সিং করতে চাইলে সর্বপ্রথম আপনাকে ফ্রিল্যান্সিং কি এটা জানতে হবে। ফ্রিল্যান্সিং কি? যারা জানেন না তাদের জন্য বলছি । বাংলায় ফ্রিল্যান্সিং মানে, মুক্ত পেশা । সহজ কথায়, কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ীভাবে কাজ না করে, নিজের মতো করে, স্বাধীনভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করাই হলো ফ্রিল্যান্সিং । বর্তমান সময়ে বাংলাদেশের তরুণ, তরুণীদের কাছে জনপ্রিয় একটি পেশা হলোঃ ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সার কে? Who’s freelancer?

যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন করে তাদের বলা হয় ফ্রিল্যান্সার । আপনি যদি ফ্রিল্যান্সিং করে অনলাইনে অর্থ উপার্জন করতে চান । তবে, আপনার কিছু দক্ষতা থাকতে হবে । যেমন, লোগো ডিজাইন । ওয়েবসাইট ডিজাইন, ফেসবুক বিজনেস পেইজ তৈরি করা । প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা । ইত্যাদি । যারা কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ীভাবে কাজ না করে, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য স্বাধীনভাবে কাজ করে ,তারাই হলোঃ ফ্রিল্যান্সার।

ফ্রিল্যান্সার হতে কি প্রয়োজন? What it takes to come a freelancer?

ধরুন, আপনি একজন লোগো ডিজাইনার । আপনি লোগো ডিজাইন করতে পারেন । আপনি লোগো ডিজাইন করে অর্থ উপার্জন করতে চান । তাহলে, আপনাকে কিছু মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে । এবং আপনাকে লোগো ডিজাইনের উপরে একটি গিগ তৈরি করতে হবে । এবং বিভিন্ন দেশের বায়ার আপনার তৈরি করা গিগের মাধ্যমে আপনাকে হায়ার করতে পারবে । এবং আপনি তাকে অর্থের বিনিময়ে লোগো ডিজাইন করে দিতে পারবেন।

ফ্রিল্যান্সারদের জনপ্রিয় মার্কেটপ্লেস কোনটি? What are the popular commerce for freelancers?

বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে, তাদের কাছে দুইটি জনপ্রিয় মার্কেটপ্লেস হলোঃ Fiverr এবং Upwork. ফাইবার এবং আপওয়ার্ক ছাড়াও, আরও অনেক মার্কেটপ্লেস রয়েছে, যেখানে আপনি আপনার দক্ষতার উপর ভিত্তি করে গিগ তৈরি করে, সহজেই অর্থ উপার্জন করতে পারেন । তবে অধিকাংশ ফ্রিল্যান্সারে ফাইবারে কাজ করে থাকে । কারণ যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করে তারা খুব সহজেই ফাইবার থেকে কাজ পেয়ে যায় ।

কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবো? How to open a freelancing account?

মার্কেটপ্লেস গুলোতে একাউন্ট তৈরি করা খুব বেশি একটা কঠিন না । তবুও যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি । আপনি যে মার্কেটপ্লেসে একাউন্ট করতে চান । সর্বপ্রথম সে মার্কেটপ্লেসের ওয়েবসাইটে প্রবেশ করুন। যেমন fiverr.com এ প্রবেশ করুন । এরপর আপনি মেনু তে জয়েন বাটন দেখতে পাবেন। জয়েন বাটনে ক্লিক করলে, আপনি আপনার ফেসবুক, জি-মেইল, অথবা, অ্যাপেল একাউন্ট এর মাধ্যমে মার্কেটপ্লেসে জয়েন করতে পারবেন।