মোবাইলে ভিডিও এডিটিং এর সেরা ৩টি অ্যাপ

National

একটা সময় ছিল যখন ভিডিও এডিটিং করার জন্য, ভালো মানের কম্পিউটার সাথে দামি সফটওয়্যার এর ব্যবহার করতে হতো। কিন্তু বর্তমানে টেকনোলজির উন্নতির ফলে ভিডিও এডিটিং করতে এখন আর তেমন ভালো মানের কম্পিউটারের সাথে দামি সফটওয়্যার এর প্রয়োজন হয় না। ফ্রি কিছু অ্যাপের মাধ্যমে মোবাইলেই প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করা যায়। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা তিনটি অ্যাপ। যে অ্যাপ গুলোর সাহায্যে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমেই প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন।

১. Power director. পাওয়ার ডিরেক্টর

 

Power director. পাওয়ার ডিরেক্টর একটি অনেক শক্তিশালী ভিডিও বানানোর অ্যাপ্লিকেশন যেটি ব্যবহার করে অনেক প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা বা এডিটিং করা সম্ভব। Power  director app এ আপনি এমন অ্যাডভান্স কিছু এডিটিং এর অপশন পাবেন। যেগুলো অন্যন্য অ্যাপ ব্যবহার করে পাবেন না।

এই অ্যাপে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ভিডিও কাটা এবং জোড়া দেয়া, প্রমোশন এডিট, বিভিন্ন ধরনের প্রফেশনাল টুল, বিভিন্ন ভিডিও ইফেক্টস, ফটো দিয়ে ভিডিও বানানো এবং আরো অনেক ধরনের ফাংশন পাবেন।

VivaVideo (ভিভা ভিডিও) – Video Editor&Maker

 

মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা আরেকটি অ্যাপ হলঃ VivaVideo. এই অ্যাপটি এখন পর্যন্ত প্লে স্টোর থেকে ৫০০ মিলিয়ন এরও অধিক বার ডাউনলোড করা হয়েছে। প্লে স্টোরে বর্তমানে এই অ্যাপটিতে ১২ মিলিয়ন রিভিউ রয়েছে।

এই অ্যাপটির মধ্যে রয়েছে প্রফেশনাল ভিডিও এডিটিং টুলগুলো, এই অ্যাপটির মধ্যে আপনি প্রায় সকল ভিডিও এডিটিং টুল পেয়ে যাবেন। এবং এই অ্যাপটি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হওয়ায়, খুব সহজেই এটি ব্যবহার করা যায়। এই অ্যাপটি ব্যবহার করে ফেইসবুক, ইউটিউব সহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও তৈরি এবং এডিটিং করা যায়।

Kinemaster (কাইনমাস্টার) – Pro Video Editor

কাইনমাস্টার এমন একটি এপ্লিকেশন যেটি অ্যাডভান্স এবং প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে ও এডিটিং করতে সক্ষম। এই অ্যাপসটি অনেক শক্তিশালী, এই অ্যাপটি ব্যবহার করে আপনি মোবাইলেই প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন। এই অ্যাপটি ব্যবহার করে ভিডিও এডিটিং করে অনেকই ইউটিউবে সফলতা অর্জন করেছে।

আপনার ভিডিও এডিটিং করা ফাইল ৭২০p, ১০৮০p ১৪৪০p এবং 4k Format আপনার এন্ড্রয়েড মোবাইলে সেভ করতে পারবেন। এক কথায়, আপনি মোবাইলে ভিডিও এডিটিং এর সেরা এপস হিসেবে কাইনমাস্টার কে বলতে পারেন। তবে, কাইনমাস্টারের ফ্রি ভার্সনের পাশাপাশি পেইড ভার্সনও রয়েছে। যেটি ব্যবহার করতে আপনাকে অবশ্যই কিছু অর্থ খরচ করতে হবে।