হাফেজ সালেহ আহমদ তাকরীম ১৩ বছর বয়সী বাংলাদেশী একজন কুরআনের হাফেজ। যিনি গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছেন আন্তর্জাতিক কিং আব্দুল আজিজ হিফজুল কুরআনের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন এর মাধ্যমে।
বর্তমানে বাংলাদেশের প্রতিটি মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তার এ অর্জন এর জন্য। আমরা এই ব্লগের মাধ্যমে হাফেজ সালেহ আহমদ তাকরীম এর সংক্ষিপ্ত পরিচয় ও অর্জন সম্পর্কে তুলে ধরবো।
চলুন শুরু করি__________
হাফেজ সালেহ আহমদ তাকরীম সংক্ষিপ্ত পরিচয়
বর্তমানে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে হাফেজ তাকরীম নামে সবাই চিনে। তাকরীম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামে জন্ম গ্রহন করেন ২০০৮ সালের ৩১ শে ডিসেম্বর।
তার বাবা হাফেজ আব্দুর রহমান পেশায় মাদ্রাসা শিক্ষক এবং মা একজন গৃহিনী। হাফেজ এর শৈশবকাল কাটে তার নিজের গ্রামে। কিন্তু তার পিতা-মাতার খুব ইচ্ছে ছিল সন্তানকে ভালো মানের হাফেজ বানানোর তাই তাকরীম পরবর্তীতে ঢাকা শহরে পড়াশোনা উদ্দেশ্যে চলে আসেন।
হাফেজ সালেহ তাকরীমের পড়াশুনা
ছোটবেলা থেকেই হাফেজ তাকরীম অত্যন্ত মেধাবী এবং তার কণ্ঠে ছিল অত্যন্ত মধুর। যেহেতু তার বাবা পেশায় একজন হাফেজ এবং একজন শিক্ষক ছিলেন। সেহেতু, তিনি চেয়েছেন তার ছেলেকে ভালো মানের কাজ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে এবং সেখান থেকে সেও যেন আন্তর্জাতিক মানের একজন ভালো হাফেজ হয়।
তার ধারাবাহিতায় বর্তমানে ঢাকা মিরপুর ১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র হফিজ সালেহ আহমদ তাকরীম। এবং সেখানে তিনি মাত্র নয় বছর বয়সে একজন পরিপূর্ণ হাফেজ হয়ে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে ফেলে এবং বিভিন্ন প্রতিযোগিতায় বড় বড় হাফেজদের সাথে বিজয়ী হতে শুরু করেন।
আর তার মেধার এ প্রখরতা দেখে মাদ্রাসার শিক্ষকগণ এবং তার বাবা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একজন দক্ষ হাফেজ হিসেবে তাকে প্রতিযোগিতা করার পরিকল্পনা করে থাকে এবং সে জন্য কঠোর পরিশ্রম শুরু করেন।
হাফেজ সালেহ আহমদ তাকরীমের অর্জন সমুহ
হাফিজ সালেহ আহমদ তাকরীম বাংলাদেশের একজন কুরআনের হাফেজ। তিনি ২০২২ সালে মাত্র ১৩ বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত ৩৮তম ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও, ২০২০ সালে রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।
তাকরিম ২০২২ সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এই প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার চতুর্থ শাখায় তাকরিম তৃতীয় স্থান অর্জন করে ১ লাখ রিয়াল অর্থমূল্যের পুরস্কার লাভ করেন।
তাকরীমের অর্জন সমুহ
- ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন (ইরান, মার্চ ২০২২)
- আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন (লিবিয়া, মে ২০২২)
- পবিত্র কুরআনের আলো বিজয়ী (বাংলাদেশ, ২০২০)
- ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন (সৌদি আরব, সেপ্টেম্বর ২০২২)
শেষ কথা
পরিশেষে বলতে চাই, ব্লগটি পড়ে আপনাদের যদি সামান্য ভালো লেগে থাকে, তবে এটি বন্ধুের কাছে শেয়ার করবেন। এখানে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীম এর সংক্ষিপ্ত পরিচয় ও অর্জন সম্পর্কে আমরা সুন্দর ভাবে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং ব্লগটি সম্পর্কে কোন মতামত বা পরামর্শ থকলে আমাদের কমেন্ট বক্সে এ জানাবেন। আমাদের পূর্ববর্তী ব্লগ পড়তে পারেন goldenschoolbd.com থেকে।
ধন্যবাদ।